Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ম্যাসেজ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া Pdf download

 


message bangla pdf download by Mizanur Rahman Azhari

বই: ম্যাসেজ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া পিডিএফ ডাউনলোড

লেখকঃ মিজানুর রহমান আজহারি

পৃষ্ঠাঃ ২৯৬ পেজ

ফিক্সড মূল্যঃ ২৭৫ টাকা

প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন্স

ম্যাসেজ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া  রিভিউ

বইটি এখনো বাজারে আসেইনি; কিন্তু বইয়ের মধ্যে জাল-জয়ীফ হাদিস ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে!
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।আমরা আসলেই কি ভুলের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে!?

ইতিপূর্বে যখন আরিফ আজাদের বই বেস্ট সেলার হয়েছিল,বইমেলায় মানুষের উপচে পড়া ভীড় ছিল কেবল ‘প্যারাডক্সিক্যাল সাজিদের’ জন্য,তখন এই আপনারাই তাঁর বিরুদ্ধে আপত্তি তুলে বলেছিলেন,”আরিফ আজাদের মানহায অস্পষ্ট”!!
কেউ কেউ তো তাঁকে খারেজি বলতেও ছাড়েননি!!
অথচ বইটি একবার আপনারা খুলে দেখারও প্রয়োজন মনে করেননি যে,কী পরিমাণ বাঁশ সেখানে দেয়া হয়েছে নাস্তিকদেরকে।
(অবশ্য এখন আপনাদের সহীহ আকিদার লাইব্রেরিগুলোতেও আরিফ আজাদের বই বিক্রি হয়।কথার সাথে কাজের মিল না থাকা একটা নেফাকি।)

আযহারী একজন নবীন আলেম এবং বক্তা।তবে অবশ্যই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত একজন আলেম।
কিন্তু একথা স্বীকার করতে আপত্তি নেই যে,তাঁর বক্তব্যে বেশকিছু ভুল প্রকাশ পেয়েছে,কিছু জাল হাদিসও প্রকাশ পেয়েছে।
হতে পারে তাঁর গবেষণার ত্রুটি,হতে পারে তাঁর অজানা।আল্লাহ তাঁকে মাফ করুন,সহীহ বুঝ দান করুন।
কিন্তু তার মানে কি তাঁর বাকি ৯০% কথাও ম্লান হয়ে যাবে!?

ef11c6ea1 213376


এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয় ইতিপূর্বে কোনো সেলিব্রিটি হতে পেরেছেন কিনা আমার জানা নেই।আমার মনে হয়,বই বিক্রির ইতিহাসেও তাঁর বইটি হয়তো নতুন কোনো রেকর্ড সৃষ্টি করবে।
সুতরাং এই জনপ্রিয়তার জের ধরে তাঁর বইটি যদি ঘরে ঘরে পৌঁছে যায়,মানুষ কি ভালো কিছুই শিখবেনা তা থেকে!?
তাছাড়া যতটুকু বুঝা যাচ্ছে,তাঁর বইটি মূলত মোটিভেশনাল উইজডম; কোনো আকিদার বইও নয়।
তাহলে আগেই এত বিরোধিতা কেন ভাই!?

ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ) স্যারের যে উপদেশগুলো সবচেয়ে বেশি মনে পড়ে,তার মধ্যে অন্যতম হলো-
“আমরা কর্মের সমালোচনা করব,ব্যক্তির নয়”।
সুতরাং আসুন আমরা ভুলকে ভুলই বলি,কিন্তু ভুলের কারণে ব্যক্তিকে ঘৃণা না করি।


Download

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement